FB Post Tag : Health Care : E
24/06/2019 up-down
401) In a research article published in @FrontImmunol, @EdinburghUni team focused on how #vitaminD affects a mechanism in the body’s #immune system – dendritic cells’ ability to activate #Tcells. Read the paper: https://fro.ntiers.in/J7bz
402) Akbar Ali ===>>
হোমিও চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতির একটি পরিপূরক চিকিৎসা ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হোমিও চিকিৎসকরা ঔষধে ভেজাল দিয়ে নিজেরাই এই চিকিতসাটাকে নষ্ট করে ফেলছে ।
403) হোমিওপ্যাথিক চিকিৎসাতেও চুলকানি রোগে খুবই সাবধানে এবং অতি সূক্ষাতিসূক্ষ্মমাত্রায় ঔষধ দিতে এরপর অনেক ক্ষেত্রে.বৃদ্ধি রোধ করা কঠিন।
404) অতিরিক্ত টাকা আদায়ে হাসপাতালে এ কেমন কৌশল!
নয় দিনে ছয়শ মানে এক দিনে ব্যবহার করা হয়েছে ৬৬টি গ্লাভস।
405) গ্যাস্ট্রিক আলসার - এর চিরস্থায়ী ঔষধ
***মুফতি কাজী ইব্রাহীম***
406) মেথি ...
ভীষণ উপকারী মেথি। এটাকে খাবার না বলে পথ্য বলাই ভাল।
407) অভিযানে একটি দোকানে বিক্রয়নিষিদ্ধ বিপুল পরিমাণ ভায়াগ্রা ওষুধ পাওয়া যায়। যেগুলো অনেক ডাক্তার রোগীদের প্রেসক্রিপশনে লিখে থাকেন বলে দোকানি জানান, যা শুনে হতবাক হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারা এসব ওষুধ লিখছেন তাদের তালিকাও চান দোকানির কাছে। তবে সেটা দিতে পারেননি দোকানি।
408) বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার।
409) শিশুর প্রতিপালন ......
Parents should not get upset when the child cries and yells, because he benefits greatly from that crying.
410) আমপাতা থেকে যে মদ তৈরি হচ্ছে তাতে অ্যালকোহলের পরিমাণ ৮ থেকে ১২ শতাংশ।
411) চট্টগ্রামে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন করলেন ভারতের বিশ্ববিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠি।
412) #TragedyBD .... চিকিৎসা নিতে এসে কিডনি চুরি হয়ে গেলো দুটোই, তাও আবার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে, ...
413) #WestBengal .... নৌশাদ আলি নামে সেই প্রত্যক্ষদর্শীর দাবি, ‘‘ওই ডাক্তারের নাক-মুখ ফেটে রক্ত বেরোচ্ছে তখন। তা-ও থামছিলেন না ওঁরা।
414) ডাক্তারকে না বলুন
415) আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
সহীহ বুখারীঃ (৫৫৫৯,৫৫৬০)
416) এক দশকের ব্যবধানে, মায়ের কোল থেকেই চোখের রোগ মায়োপিয়া বা চোখের ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।
417) Tips
418) রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
419) Hemochromatosis is a disorder where too much iron builds up in your body. Sometimes it’s called “iron overload.”
420) দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে কি ঘটতে পারত? : - আমাদের দেশের রোগীরা অতি মাত্রায় ব্যথানাশকের ওপর নির্ভরশীল।
421) a) Paracetamol Tablet
GENERIC NAME: Acetaminophen
b) This drug is used to treat mild to moderate pain (from headaches, menstrual periods, toothaches, backaches, osteoarthritis, or cold/flu aches and pains) and to reduce fever.
422) ভেজাল বিরোধী ...
423) কোমর ও হাঁটু প্রতিস্থাপনে থ্রিডি প্রিন্টিং ===>>
414) ডাক্তারকে না বলুন
415) আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
সহীহ বুখারীঃ (৫৫৫৯,৫৫৬০)
416) এক দশকের ব্যবধানে, মায়ের কোল থেকেই চোখের রোগ মায়োপিয়া বা চোখের ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।
417) Tips
418) রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
419) Hemochromatosis is a disorder where too much iron builds up in your body. Sometimes it’s called “iron overload.”
420) দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে কি ঘটতে পারত? : - আমাদের দেশের রোগীরা অতি মাত্রায় ব্যথানাশকের ওপর নির্ভরশীল।
421) a) Paracetamol Tablet
GENERIC NAME: Acetaminophen
b) This drug is used to treat mild to moderate pain (from headaches, menstrual periods, toothaches, backaches, osteoarthritis, or cold/flu aches and pains) and to reduce fever.
422) ভেজাল বিরোধী ...
423) কোমর ও হাঁটু প্রতিস্থাপনে থ্রিডি প্রিন্টিং ===>>
424) রোগ নিরাময়ে কুরআনের আয়াত পাঠ ...।
مختلف بیماریوں کا قرآن شریف سے علاج
425) কিন্তু পীরের ফুঁ দেওয়া পানি নিয়মিত পান করার পরও নিজের জীবন বাঁচাতে পারেননি তানিয়া।
426) West Bengal ... জার ও লাইনের পানির মান নিয়ে প্রশ্ন ওঠায় তা পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষা শেষে দেখা যায়, ১৪টি নমুনার মধ্যে ১২টিতেই রয়েছে ‘কলিফর্ম ব্যাকটেরিয়া‘। পরে পানিতে জন্ডিসের জীবাণু থাকার কথা স্বীকার করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
427) Magnetic resonance imaging (MRI)
01/06/2019 up-down
428) গ্যাস ট্যাবলেট পুকুরের পানিতে প্রয়োগ করা মাত্রই পানি এত বিষাক্ত হয় যে এই বিষাক্ত পানি পান করার সঙ্গে সঙ্গে মাছ মরে গিয়ে পানির ওপরে ভেসে ওঠে এবং তা জাল দিয়ে ধরে বাজারজাত করা হয়।
429) দেশে প্রতি চার জনের একজনই তামাকে আসক্ত। আর বড়দের ধূমপানের কারণে আক্রান্ত ৬১ হাজার শিশু। পরোক্ষ ধুমপানের কারণে নানা রোগে আক্রান্ত তারা।
430) বেশি ঘুমালে স্মৃতিশক্তি কমে
01/06/2019 up-down
428) গ্যাস ট্যাবলেট পুকুরের পানিতে প্রয়োগ করা মাত্রই পানি এত বিষাক্ত হয় যে এই বিষাক্ত পানি পান করার সঙ্গে সঙ্গে মাছ মরে গিয়ে পানির ওপরে ভেসে ওঠে এবং তা জাল দিয়ে ধরে বাজারজাত করা হয়।
429) দেশে প্রতি চার জনের একজনই তামাকে আসক্ত। আর বড়দের ধূমপানের কারণে আক্রান্ত ৬১ হাজার শিশু। পরোক্ষ ধুমপানের কারণে নানা রোগে আক্রান্ত তারা।
430) বেশি ঘুমালে স্মৃতিশক্তি কমে
431) #যদি সম্ভব হত তাহলে সকল "কিডনী,যৌন,পরিপাকতন্ত্র,মূত্রসংক্রান্ত" রোগীদের বলতাম :*বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন এবং অপেক্ষা করুন। কিন্তু রোগীরা বড়ই ঔষধ পাগল!
432) নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোতে বিশ্বের সর্বোচ্চ মাত্রার এন্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে।
433) প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামার কারণে শরীর পানি ও লবণ হারায়।
434) পাকিস্তানের সিন্ধু প্রদেশে এইচআইভি ভাইরাসের সাম্প্রতিক প্রাদুর্ভাব তদন্ত করে দেখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান সরকার।
435) রক্তচাপ নিয়ন্ত্রিত না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গে মারাত্মক ধরনের জটিলতা হতে পারে --- হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখ।
436) গবেষণা: ‘দাড়ি পুরুষকে সুদর্শন ও ক্যান্সার থেকে রক্ষা পেতে সাহায্য করে’
29 May, 2019
437) #Free ....
438) নিষিদ্ধ হলো যে ৫২ পণ্য ...
438) নিষিদ্ধ হলো যে ৫২ পণ্য ...
439) এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি!..মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই।
440) অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়।
441) লেবুর রসে অনেক উপকারিতা আছে। ==>>
১. শক্তি বাড়ায় লেবুর রস।
২. লিভার পরিষ্কার রাখে।
৩. ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে।
442) মাঝে মাঝে ডিহাইড্রেশন হলেও কিডনিতে পাথর তৈরি হতে পারে। ইউরিন ইনফেকশন হলেও কিডনিতে পাথর জমতে পারে। মাইগ্রেনের জন্য ব্যবহৃত টপিরামেট জাতীয় ওষুধ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়।
443) মাংস প্রক্রিয়াজাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ || Ogrogotir Bangladesh || DBC NEWS
444) অতিরিক্ত ট্রান্স ফ্যাটযুক্ত খাবারের কারণে দেশে প্রতি বছর কমপক্ষে আট হাজার মানুষ মারা যাচ্ছে। ট্রান্স ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যা বিশ্বজুড়ে মৃত্যুর সবচেয়ে বড় কারণ।
445) নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই রাজধানীতে অস্তিত্ব পাওয়া গেছে এডিস মশার। যে সময়ে এই মশার প্রজনন হচ্ছে তখন এই মশা নিধনে নগর কর্তৃপক্ষের সাঁড়াশি তৎপরতা থাকে না। ফলে মশার বংশবিস্তার ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।
446) নীলফামারীতে ক্যান্সার নিয়ন্ত্রণে কেমোথেরাপির চেয়ে ১০ হাজার গুণ শক্তিশালী ফল আবিষ্কার ! জেনে নিন বিস্তারিত…
447) ভ্রাম্যমান আদালত পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মিরপুর-১ এর প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে তিন লক্ষ টাকা জরিমানা করে ।
448) হাইকোর্টের আদেশ অমান্য করে উৎপাদন চালু রাখায় ‘বাঘাবাড়ী ঘি’ নামের দুটি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে র্যাব।
449) ডাক্তাররা বলছেন ওষুধের তুলনায় যদি ক্যান্সার আক্রান্ত রোগীরা সরাসরি ভিটামিন সি প্রাকৃতিক উপায়ে খান তাহলেও উপকার পেতে পারেন।
450) বাংলাদেশে কিডনি রোগ উদ্বেগজনক: প্রতিবছর অকেজো হচ্ছে ৪০ হাজারের উপর
451) রেস্তোরাঁর মান নির্ধারণে গত জানুয়ারিতে গ্রেডিং পদ্ধতি চালু করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফকিরাপুল এলাকায় দি গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পায় ‘এ গ্রেড’।
452) বিএসটিআই বলেছে, ২৭টি প্রতিষ্ঠানকে দেওয়া সময় এখনো শেষ হয়নি। তাই তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। লাইসেন্স স্থগিত হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে সরিষার তেলে সিটি ওয়েল মিল-গাজীপুর (তীর), গ্রিন ব্লিসিং ভেজিটেবল ওয়েল-নারায়ণগঞ্জ (জিবি), শবনম ভেজিটেবল ওয়েল-নারায়ণগঞ্জ (পুষ্টি), বাংলাদেশ এডিবল ওয়েল-নারায়ণগঞ্জ (রূপচাঁদা); সুপেয় পানির মধ্যে আররা ফুড অ্যান্ড বেভারেজ (আররা), ডানকান প্রোডাক্ট (ডানকান), দিঘী ড্রিংকিং ওয়াটার (দিঘী); প্রাণ এগ্রো লিমিটেডের প্রাণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই; হলুদের গুঁড়ার মধ্যে ড্যানিশ, প্রাণ ও ফ্রেশ। কারি পাউডারের মধ্যে প্রাণ ও ড্যানিশ; আয়োডিনযুক্ত লবণের মধ্যে এসিআই ও মোল্লা সল্ট; ধনিয়া গুঁড়ার মধ্যে এসিআই পিওর, নুডলসের মধ্যে নিউজিল্যান্ড ডেইরির ডুডলস এবং চিপসের মধ্যে কাশেম ফুডের সান ব্র্যান্ড।
453) নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স স্থগিত করা হয়েছে ১৮টি প্রতিষ্ঠানের।
454) অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া সমস্যা তৈরি করতে পারে। ব্রিটিশ ও ভারতের বিভিন্ন গবেষণায় বলা হয়, কাঁচা পেঁপের মধ্যে লেটেক্স থাকে। লেটেক্সের মধ্যে উপস্থিত উপাদান পেপেইন জরায়ুর রক্তপাত ঘটিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে।’
455) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘গর্ভাবস্থায় অবশ্যই পেঁপে খাওয়া যায়। তবে সেটা পাকা পেঁপে। এ সময় কাঁচা পেঁপে এড়িয়ে যাওয়া ভালো। কেননা কাঁচা পেঁপে খেলে এসিড হতে পারে। এর ফলে বদ হজম, বমি ইত্যাদি সমস্যা হতে পারে। তাই এ সময় পাকা পেঁপে খান।
456) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে যত দ্রুত সম্ভব প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
457) ৩ টি এলাচির দানা সাহরী খাওয়ার পর চিবালে সারা দিন মুখ শুষ্ক থাকবে না, পিপাসা-ও লাগবে না , রোজা আরামে রাখা যাবে ... ??? ====>>
458) মাসিক ব্যাপারটা যে মেয়েদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মতোই নরমাল ব্যাপার, তা আপনার ছেলে বা ভাইকে বুঝতে দিন, তাহলে সে এটা নিয়ে হাসিঠাট্টাও করবে না,
459) মাংসপেশির ব্যথা কমায় তরমুজ
460) চোখের আলো তরমুজ ===>>
461) তরমুজ কমায় ক্যানসারের ঝুঁকি ==>>
462) থ্যালাসেমিয়া থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, এ রোগের বাহকদের শনাক্ত করা।
463) থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকিতে যারা ==>>
464) যাদের শরীরে থ্যালাসেমিয়া রোগের জিন আছে, কিন্তু রোগের কোনো উপসর্গ প্রকাশ পায় না, তাদের থ্যালাসেমিয়া রোগের বাহক বলা হয়।
465) মরণব্যাধি থ্যালাসেমিয়া বংশগত রক্তস্বল্পতাজনিত একটি রোগ। দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ অর্থাৎ প্রায় দেড় কোটি নারী-পুরুষ নিজের অজান্তে থ্যালাসেমিয়া রোগের বাহক।
466) মাইনর থ্যালাসেমিয়াতে সাধারণত চিকিৎসা প্রয়োজন হয় না।
467) প্রতিবছর বিশ্বে প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।
468) মেডিকেল রিপোর্ট বলছে, তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুধারানি। তিনি ছিলেন অন্ধ্রের শ্রীচৈতন্য এডুকেশনাল ইনস্টিটিউটের শিক্ষিকা। অসুস্থতা নিয়ে কুরনুলের একটি ওয়ার্কশপে তাকে যোগ দিতে বাধ্য করেছিল কর্তৃপক্ষ। সেখানেই দায়িত্ব পালনকালে মারা যান তিনি।
469) ভেজাল খাদ্য ...
470) কতো বড় জালিম, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে 'পুষ্টি' সয়াবিন তেল ,
471) ??? চক পাউডার, ফিটকিরি, চিনি, বার্ণিশ কালার, ময়দা ও রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল আখের গুড়,, মানুষ হয়ে মানুষের ক্ষতি কিভাবে করে ।।
472) বাজারে ৫২টি খাদ্যপণ্যেই ভেজাল পেয়েছে বিএসটিআই
473) এই গরমে ঝুঁকি বেড়েছে হিটস্ট্রোকের।
474) মুড়িতে দেদারসে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার।
475) আদালত মন্তব্য করেছেন, ভেজালের তালিকায় রূপচাঁদা ও তীর সয়াবিন তেলসহ অনেক নামি-দামি ব্র্যান্ডের পণ্য আছে দেখছি!
476) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) তথ্যে জানা যায়, দেশে সরকারি অনুমোদিত কারখানার চেয়ে ভেজাল পণ্য তৈরির কারখানা বহুগুণ বেশি।
477) বিশেষজ্ঞরা বলছেন, কিডনি রোগ একবারে হয় না, পাঁচটি ধাপে হয়।
478) আইনের সীমাবদ্ধতার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে কিডনি প্রতিস্থাপন।
479) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে, এ হাসপাতালে এ পর্যন্ত ৫৩৯ জনের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
480) বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে প্রদাহ ও আরও কিছু কারণে মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগতে থাকে।
481) ভেজাল খাদ্য প্রতিবেদন ...
482) এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার ..
483) মৌয়ের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন তিনি। তাঁর রক্তে ছড়িয়ে পড়েছে এসএলই ভাইরাস।
484) কোনো কিছু ভাজার জন্য একবারের বেশি তেল ব্যবহার করা উচিত নয়। কারণ, একই তেল বারবার আগুনে ফোটালে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি হয়, যেমন পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বন। এই রাসায়নিকের মধ্যে বেনজা পাইরিন নামক ক্যানসার তৈরিতে সক্ষম এমন পদার্থের মাত্রা বেশি থাকে।
485) আমরা অনেকে ভাবি, গড় উচ্চতা মা–বাবার জিনগত বৈশিষ্ট্য। তাই করার কিছু নেই। এটা হয়তো ঠিক। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু বৈশিষ্ট্য সন্তানেরাও পায়। কিন্তু এখন তো আমরা জানি, মাতৃপুষ্টি নিশ্চিত করলে, শিশু অবস্থা থেকেই যদি ভিটামিন এ, ডি, আয়রন, ক্যালসিয়ামসহ পুষ্টিকর উপাদান পাওয়া নিশ্চিত করা হয়, তাহলে খর্বাকৃতি সমস্যা থাকবে না। এখন চীন-জাপান-থাইল্যান্ড-ভিয়েতনামের মানুষ আর খর্বাকৃতির নয়। তাদের উচ্চতা বাড়ছে। আমাদের দেশেও এই প্রক্রিয়ার সূচনা ঘটছে। এখনই গ্রাম থেকে শহর, সবখানে বেশ উচ্চতাসম্পন্ন ছেলেমেয়ে দেখি। এটা সম্ভব হয়েছে আমাদের দেশের মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে।
486) পুষ্টির গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেই সচেতন নন। সিলেট, মৌলভীবাজারসহ কয়েকটি জেলায় দেখা গেছে, মানুষের গড় উচ্চতা কম। বিশেষজ্ঞরা বলছেন, প্রসূতি মা ও নবজাতক শিশুর পুষ্টির অভাব এর একটি মূল কারণ। শুধু নবজাতক পর্যায়েই না, এরপর শিশুর খাদ্যতালিকায় যথেষ্ট পুষ্টি উপাদান না থাকায় জনগোষ্ঠীর একটি বড় অংশ খর্বকায়। এটা শুধু সিলেট নয়, সেখানে প্রকল্পের কাজের মধ্য থেকে তথ্যটি এসেছে যে আসলে সারা বাংলাদেশেই মানুষের গড় উচ্চতা কম। এক হিসাব অনুযায়ী, দেশের এক-তৃতীয়াংশ শিশু এখনো খর্বকায়।
487) গর্ভবতী মহিলাদের আমলঃ-
488) তরমুজের বীজে থাকা লাইসিন নামে উৎসেচক ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিসে চমকে দেওয়ার মতো ফল দিতে পারে তরমুজের এই বীজ।
489) চীনে প্রায় ৫ লাখ লোকের ওপর এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন একটা করে ডিম খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। ...
490) গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী।
491) কিডনিতে জমা সমস্ত নোংরা পুরোপুরি ভাবে পরিষ্কার করে বাঁচুন গম্ভীর রোগ থেকে। কিডনি ভালো রাখার উপায়।
492) পবিত্র রমজান মাস সামনে রেখে মজুত করে রাখা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুটি হিমাগারে অভিযান চালিয়ে সোমবার ৪১০ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাব।
493) গরমের সময় সতর্কতা ...
494) গর্ভকালীন খিঁচুনির ঝুঁকিপূর্ণ দিক
495) a) তরমুজেও নাকি সিরিঞ্জ দিয়ে ভিতরে বিষাক্ত কেমিক্যাল দেয় এটা কি সত্য ঘটনা? b) Nazmul Hossain ===>>
জ্বী ভাই, সেই ছোট বেলা থেকেই শুনে আসছি এমনকি অনেক বছর আগে বাজার থেকে আনা একটি তরমুজ মাঝ বরাবর লম্বা করে কাটার পর ২ ইঞ্চিএ মতো স্পষ্ট সিরিঞ্জ এর দাগ দেখা গিয়েছিল। সেই থেকে তরমুজ তেমন খাইনা, সিজন এলে দুই-একবার খাই
496) এক্লাম্পসিয়া একটি বিরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা, যার দরুণ গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের খিঁচুনি হয়ে থাকে।
497) ''বাংলাদেশে, ঢালাওভাবে, প্রতিদিন প্রায় ১০ লক্ষ্য মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওভার দা কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে।''
498) আমরা অহেতুক সিজারিয়ানে বিশ্বাসী নই...
চেয়ারম্যান
আল-রাফি হসপিটাল লিঃ
499) পর্যাপ্ত পানি পান করা না হলে শরীরে নানান রকম প্রভাব পড়ে।
500) ব্যথার অবস্থান নির্ধারণ ...
ডা. লিগরেস্টি বলেন, ‘পেটের বাম পাশে ব্যথার কারণ নির্ধারণে চিকিৎসক প্রথমে ব্যথার সঠিক অবস্থান অনুসন্ধান করবে।’
28 April, 2019 up-down
No comments:
Post a Comment