Wednesday, May 15, 2019

Islamic Quote B

FB Post Tag :  Islamic Quote   B
C/O, FB Group : BBC Bangla VS Bangladesh



Update from @ 25/12/2018  to 26/06/2018 

101) গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য ===>>
মানুষের মন থেকে দিনকে দিন ধর্মবোধ উঠে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। আজ আর সকাল হলেই মসজিদগুলো মক্তবে পরিণত হয় না। বাড়িতে বাড়িতে গৃহবধূ এবং গৃহকর্তা সাতসকালে দুলে দুলে কুরআন পড়েন না। অবোধ শিশুরা দলবেঁধে আমপারার তালিম নেয়ার জন্য মসজিদে ছুটে যায় না। আরবি হরফ কিংবা বর্ণমালা আজ আর মুসলিম পরিবারগুলোতে মর্যাদার সাথে উচ্চারিত হয় না। সব কিছুর মধ্যেই রাষ্ট্রীয় মদদে তালেবান কিংবা জঙ্গি শব্দমালা এমনভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে, যাতে ধর্মহীনতাই যেন মর্যাদার প্রতীক বলে বিবেচিত হচ্ছে।
102) It's forbidden for Muslims to even wish on #Christmas.
103) "সবর তো সেটাই যখন কারো তাকদীরে যা নির্ধারিত হয়েছে তাতে অন্তর কোন রাগ অনুভব করেনা এবং মুখ সে ব্যাপারে কোন অভিযোগ করে না।"
104) The Holy Prophet (SAWS), His Holiness said:
" Fatimah (Ra) is a part of me (His Holiness The Prophet of Islam (SAWS)".
105) "তুমি মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি করো না,কারন তা হলো শয়তানের কাজ।বরং আজ সে কি তা তুমি লক্ষ্য কর।ইবলিশ বলেছিল-আমি সৃষ্টি আগুন থেকে আর আদম কাঁদামাটি থেকে।[অথচ,ইবলিশ হয়ে গেলো অভিশপ্ত,আদম হলো সৃষ্টির সেরা।]
ইমাম ইবনে তাইমিয়্যা (রহ.)
106) শরীর দেখানোর নাম যদি "আধুনিকতা" হয়,
তবে আদিম অসভ্য মানুষ-ই ছিলো
সবচেয়ে "আধুনিক" মানুষ।
-ডাঃ জাকির নায়েক।
107) “আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করে যদি আপনি লোকজনকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না।”

— আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)

[আল-বায়হাকী শু’আব আল-ঈমানে বর্ণনা করেন, ২০৯]
108) সর্বোত্তম দাওয়াত হল, আপনার আচরণ আর সর্বোত্তম উপদেশ হল আপনার কর্ম । তাই ইসলামকে নিজ জীবনের সাথে জড়িয়ে নিন।
--- Dr. Bilal Philips
109)Marriage quote / Aug
110)  অজ্ঞতা থেকে বেরিয়ে এসে সচেতন হয়ে সব মুসলমানকে প্রকৃত ধার্মিক হতে হবে। নিজের ইচ্ছামতো ধার্মিকতার নতুন সংজ্ঞা তৈরি করে আল্লাহকে রাজি করা যাবে না। মহানবী সা.-এর সুন্নতের বাইরে কোনো ধার্মিকতা নেই।
111) অহংকারই ইবলিশকে ফেরেশতাদের সর্দার থেকে শয়তান বানিয়েছিল।/ Jul
112)   Urdu Quote /  Jul
113)  “আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয়বত্সল গরিব ভালো।”
--- হযরত আলী (রাঃ) / Jul 
114) অভ্যাসকে জয় করাই পরম বিজয় । 
~~~ হযরত আলী (রাঃ) / Jul 
115) a) Make things easy for others. Allah, The Creator, will make things easier for u
117) “সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।”
--- ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ)

118)  নসিহত ... / Nov
July/ 2018 down 
119) তিন বস্তা মাল না নিয়ে কেউ হজ্জে যাবেন না:
ধৈর্য, ত্যাগ ও ক্ষমা।  
120) a) সবচেয়ে কঠিন শাস্তি হলো পাপের অনিষ্ট উপলব্ধি না করা। 
121)  গুনাহর ক্ষতি অনেক। নিম্নে এর কয়েকটি বর্ণনা করা হলো।  
122)  Ali quote  
123)  ওই দিন কাঁদবেন, যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো
অথচ কোনও নেক কাজ করা হলো না। ------- আবু বক্কর সিদ্দীক ( রাঃ) 
124)   Destiny  
July/ 2018 up
Nov/2018 down 
125) ইমাম শাফে'য়ী (রাহিমাহুল্লাহ) একদা বলেছিলেন -
.
"পবিত্র ক্কুর'আনে একখানা আয়াত আছে যা জালিমের অন্তরে তীরের মত আঘাত করে এবং একই সাথে মজলুমের অন্তরকে আশ্বস্ত করে " 
.
লোকেরা জিজ্ঞেস করল: কোন সেই আয়াত?
.
তিনি প্রতি উত্তর করলেন - ["ওয়ামা কানা রাব্বুকা নাস্যিয়া"] অর্থ্যাৎ, 
"আর তিনি (আল্লাহ্‌) কখনো ভুলেন না।" [সূরা মারিয়াম, আয়াত:৬৪]
126) “ইলম (জ্ঞান) যে রোগ বয়ে আনে তা হলো দাম্ভিকতা, ইবাদাত যে রোগ বয়ে আনে তা হলো রিয়া (প্রদর্শনেচ্ছা)।” 
--- ইমাম ইবনে তাইমিয়্যা
127) “ঐক্যের কথা বিবেচনা করাই সঠিক পথ।” --- ইমাম ইবনে তাইমিয়্যা
129) জ্ঞান হলো সূর্যের মত, তা থেকে উৎসারিত আলো সুন্দর চরিত্র।
( ইমাম সুহাইব রহঃ)
130) a) হযরত মোয়াজ (রা.) বলেন,
নতুন তাফসীর ও বেদআত তৈরী করা থেকে তোমরা আত্মরক্ষা কর।
131) Fajr 
133) Quote on Sajda / Sijda 
134) “যে ধর্মের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে, তার সাথে আল্লাহও কঠোর ব্যবহার করেন।”
~~~ শাহ ওয়ালীউল্লাহ (রাহঃ)
135) #DEATH ....
"Ever imagine one day someone will try to wake you up and find out you're no more.
Remember your death daily, and pray that you die in a state wherein Allah is pleased with you."
136) হেকমত মুমীনের হারানো সম্পদ । হেকমত অর্জন কর, মুনাফিকের কাছ থেকে হলেও । --- হযরত আলী রাঃ
137) a) Don’t worry about the future, ALLAH has already planned for it.
138) “শরীরের সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য।” ______আবু দারদা আল-আনসারী (রাদিয়াল্লাহু আনহু)
139) "তাকদিরকে (Divine Preordainment) মেনে নেয়ার মধ্যেই অনেক মনোরোগের চিকিৎসা নিহিত।"
140) আপনার সন্তানকে কেবল আপনার দেখাশুনার জন্য বড় করবেন না। বরং আল্লাহ'র এবাদতের জন্য বড় করুন। _________ডঃ বিলাল ফিলিপস।
141) What is taken by Allah is never lost. 
~~~ Yasmin Mogahed
16/09/2018 up-down
142) 'আমি ত্রিশ বছর ধরে আদব শিখেছি আর জ্ঞান চর্চায় সময় দিয়েছি বিশ বছর'।
--- আবদুল্লাহ ইবনুল মুবারক (রহ.)
143) #vviPOST .... আমীরুল মুমিনীন ফিল হাদীস হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহ. (১৮১ হি.) বলেন,
144) "কে হানাফী, আর কে আহলে হাদীস, মাদ্রাসায় পড়েছে, না ইউনিভারসিটিতে, সত্যিকার অর্থে এর কোন মূল্য নেই।" ===>>
145) ??? "আল্লাহ! তুমি আমাদেরকে বাংলা মুফতি,বাংলা মুহাদ্দিস এবং বাংলা মুফাসসির থেকে রক্ষা কর।"
146) ফিকহ জানার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতের অনুসরণ যদি মাযহাব মানা হয় তাহলে সহিহ হাদিস জানার ক্ষেত্রে বুখারি মুসলিম ও আলবানির অনুসরণ কেন মাযহাব মানা হবেনা!
147) "আরো সেলফিস হতে হবে । নিজেকে বাঁচাতে । হুত্বমাহ নামক জাহান্নাম থেকে বাঁচতে ।"
148) "সব কিছুর জন্যই মনের উপস্থিতি টা অনেক বেশি প্রয়োজন ,আপনি যে কোন কাজ করতে যান না কেন সেখানে যদি আপনি মনোযোগ দিতে না পারেন সে কাজটা সুন্দর হবেনা ।আর মনটা এমন একটা জিনিস যাতে জোর চলেনা ।অনেক নিয়মের মধ্যে আপনার শরীরকে চালাতে পারবেন কিন্তু মন কে পারবেন না ।আল্লাহ্‌র অনেক বড় নেয়ামত হল শারীরিক সুস্থতা আর মনের শান্তি ,যে এই নেয়ামত পেয়েছে তার কাছে কোন কাজই কঠিন না ।"
149) হে বাক শক্তি সম্পন্ন মানুষ!
যে মহান সত্তা তোমাকে কথা বলার শক্তি দিয়েছে !
তোমার কথাগুলো যেন একমাত্র তাকেই সন্তুষ্ট করার জন্যই হয়! কখনো এমন কথা বলোনা,
যে কথার কারনে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে।
আর তোমার দ্বারা যে পাপ কাজ সংঘটিত হয়েছে,
তা অপরের কাছে শেয়ার করে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে নিওনা।
::::
শাইখ তামিম আল আদনানী হাফেজাহুল্লাহ
150) আপনি কোথাও পড়ে গেলে উঠে দাঁড়িয়ে, ধৈর্য সঞ্চয়
করে, আবারও হাঁটতে পারবেন। কিন্তু যখন আপনার মুখ ফসকে কিছু বের হয়ে যায়, তখন আপনার সম্পর্কগুলো মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

-শায়খ মুফতি ইসমাইল মেঙ্ক
151) “বান্দা তার রবকে যত বেশি ভালোবাসবে অন্যান্য জিনিসকে ততই কম ভালোবাসবে এবং তাদের সংখ্যাও কমে যাবে। বান্দা তার রবকে যত কম ভালোবাসবে অন্যান্য জিনিসকে ততই বেশি ভালোবাসবে এবং তাদের সংখ্যাও বেড়ে যাবে।”
– শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা
[মাজমু-আল-ফাতাওয়া, ১/৯৪]
152) “সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন।” -----------হযরত আলী (রা)
153) “দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন,
আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত”

— উসমান ইবনে আফফান (রাদিয়াল্লাহু আনহু)
154) “শিক্ষিত, সংস্কৃতিবান ও আলোকিত লোকদের আগামী দিনের ধর্ম হবে ইসলাম।” --- জর্জ বার্নার্ড শ’
155) “Learn the Arabic language;
it will sharpen your wisdom.”
~~~ Umar Ibn Al-Khattab (ra)
157) গুরাবা তারা যারা সবার খেয়ালিপনার ভীড়ে শান্ত ও স্থীতধী।সবাই যখন ঘুমিয়ে,তারা থাকে জেগে।সবাই যখন পথভ্রষ্টতার পরিকল্পনা ও ছক আঁকায় ব্যস্ত,গুরাবারা তখন শ্রেষ্ঠ পথটি বেছে নেয়।তারা সর্বদা প্রস্তুত আল্লাহর ভালোবাসায় ত্যাগ করতে নিজের পছন্দের জিনিসগুলো। ===>>
158) হযরত হাসান বসরী রহ.বলেন-
"বান্দা গুনাহ করলে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়।"
159) আল্লাহ্‌র কালামের সাথে এই হচ্ছে সবচেয়ে বড় আবিচার যে, মানুষ এর অনুসরণের পরিবর্তে একে নিজেদের কোন বিশেষ মতাদর্শের পেছনে চালাতে চেষ্টা করে । ---- মওলানা আমীন আহসান এসলাহী রাহঃ
160) “A true believer does not fear physical death, rather he fears the death of his heart.”

Ibn Al- Qayyim
161) ফেরেশতাদের চুমো পেতে চাও?
চারটি আমল করে নাও। ;) <3 ;)
আবু ইসহাক বর্ননা করেন,হাকাম বিন উতায়বা রহ. বলেন,চারটি আমলে ফেরেশতাদের চুমো পাওয়া যায়-যথা-
1-রাতে জাগ্রত হয়ে মেসওয়াক করো।
2-এরপর দাঁড়িয়ে নামায পড়ো আল্লাহর প্রশংসা করো।
3-রাসূল পাক (সাঃ)এর প্রতি দুরূদ পাঠ করো।
4-এরপর কোরআন থেকে কিছু আয়াত পাঠ করো।
162) অসৎ আলেম ...
163) "জন্মগত স্বভাবের কারণে মানুষে মানুষে পার্থক্য হয়।"
165) গোনাহ মাত্রই অন্তরকে কঠোর করে এবং তাহাজ্জুদের পথে বাঁধা সৃষ্টি করে, বিশেষ করে হারাম খাদ্যের প্রভাব এ ব্যাপারে খুব বেশী হয়ে থাকে ।
167) "পাঁচ প্রকারের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না"
168) হজ্জ করার ও রাসুলের সাঃ রাওজা জিয়ারত করার তৌফিক না হলে যে মুসলমানের অন্তর ব্যথিত হয়, সে আল্লাহর কাছে উপযুক্ত সম্মান পাবে ------------ বলেছেন যমানার শ্রেষ্ঠ শহীদ , শহীদে মিম্বর আল্লামা খতীব ডঃ সাঈদ রামাদান আল-বুতী রাহঃ
169) সুন্দর মানুষরা সবসময় ভালো হয়না, কিন্তু ভালো মানুষরা সবসময়-ই সুন্দর হয়। 
------ আলী ইবনে আবু তালিব (রা:)
171) a) You don't know your future. But you know ALLAH, so trust ALLAH, because ALLAH has control over your future.
15/08/2018 up-down
172) The foundation of every good deed in this life and the next is the fear of Allah, the Exalted.
--- Ibn Taymiyyah
173) উমার (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক কোন বিপদগ্রস্থ লোককে প্রত্যক্ষ করে বলে
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
উচ্চারনঃ আলহামদুলিল্লা হিল্লাযি আ-ফা-নী মিম্মাব তালা-কা বিহ, ওয়া ফাদদলানীয় আলা কাছিইরিম মিমমান খলাকো তাফদিইলা
অর্থঃ “সকল প্রশংসা আল্লাহ তা আলার জন্য, তিনি যে বিপদে তোমাকে জড়িত করেছেন তা হতে আমাকে হিফাযাতে রেখেছেন এবং তাঁর অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন”।
সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হিফাযাতে থাকবে । তা যে কোন বিপদেই হোক না কেন 
(তিরমিজি ৩৪৩১- তাওহিদ পাবলিকেশন
হাদিসের মানঃ হাসান হাদিস)
174) যারা কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা-ই প্রকৃত অহংকারী।
যেমন, রবীন্দ্র নাথ
175) Being Chronically Late for Salah Affects Your Productivity & What to Do About It
176) Lion 
177) রাশিয়ার এক সেনা কমান্ডার বলেছিল- মুসলমানদের কখনো পরাজিত করা সম্ভব নয়, কারণ তারা বন্দুকের নলে জান্নাত দেখে আর আমরা দেখি মৃত্যু ।
178) Never undertake anything for which you wouldn’t have the courage to say Bismillah.
179) "দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা।"
--- হযরত আলী (রাঃ)
180) আলেমদের রক্ত বিষাক্ত। ....
181) বান্দার দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ্‌র আরেকটি পদ্ধতি হলো বান্দার দুনিয়াবি কামনা ব্যর্থ করে দেওয়া। ===>>
182) "দুর্দশার চিহ্নগুলোর অন্যতম হল নিজের ভুলগুলো বিস্মৃত হওয়া আর অপরের ভুলের ব্যাপারে মনোযোগী হওয়া।"
--- ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রহ.)
183) “যে ব্যক্তি অন্যদেরকে নিয়ে হাসি-তামাশা করে সে তাদের চাইতেও খারাপ। মানুষকে নিয়ে হাসি-তামাশা কেবল সে অন্তরেই আনন্দ যোগায় যে অন্তর খারাপ চরিত্রে ভরপুর।”
— শাইখ আস-সাদী
July/ 2018 down
184) Trust the Almighty. He’s working on something better!
185)  Remember, the Almighty won’t forsake you. No matter what others say. ===>
186) "Remember that Allah never leaves any Dua of ours unanswered. He just answers it in different ways- the ways He knows is best for us!"
187) "Prayer opens doors you didn’t even know existed."
188) “সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”
— আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)
189) a) "যে আল্লাহকে ভালোবাসে, সে এটাও ভালোবাসে যে, মানুষ তাকে না চিনুক।"
[মুহাম্মদ ইবনুল আলা (রহি:)]
190) দুনিয়ার সকল মানুষকে খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন। --- ডঃ বেলাল ফিলিপ্স
191) a) যে কাজ (ইবাদত) আপনার আত্মাকে আনন্দিত করে, সে কাজগুলো করুন। দেখবেন আপনি বদলে যেতে থাকবেন।
192) b) Yasmin Mogahed Quotes ====>
193) “Fear the prayer of the oppressed.”
মজলুমের (বদ) দোয়াকে ভয় কর ।
194) হযরত কা'ব বলেন,বসবাসের এমন কোন ঘর নেই যে ঘরের দরযায় মালাকুল মউত দৈনিক সাতবার হাঁক দেন না।সেখানে এমন কোন লোক নেই যার ব্যাপারে আল্লাহ তা'আলা মৃত্যুর আদেশ না দেন।(ইবনে আবু হাতিম)
195) ‘আলিমদের অধীনে পড়াশোনা না করলে তা বোঝা অসম্ভব। দীনের জ্ঞান আলিমদের থেকে নিতে হয়, বই থেকে নয়। বই পড়া তাকে সাহায্য করে, কিন্তু এর উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। এ ধরনের লোকদের বলা হয় মুতা‘আলিম।” — সালিহ আল-মুনাজ্জিদ
196) ফতোয়ার কাজ সূফী দরবেশ দ্বারা হয় না । ...
197) b) ‘সময়টা অনেক খারাপ’, ‘আমানতদারি মানুষের অন্তর থেকে উঠে গেছে’, ‘ঘুষের বাজার গরম’, ‘অফিস আদালতে পয়সা অথবা সুপারিশ ছাড়া কোনো কাজ হয় না’, ‘সবাই লুটেপুটে খাওয়ার ধান্দায় লিপ্ত’, ‘ভদ্রতা ও উন্নত চরিত্র বিদায় নিয়েছে’, ‘চারদিকে শুধু দ্বীনহীনতার সয়লাব’, ‘লোকেরা আল্লাহ এবং আখেরাতের প্রতি গাফেল হয়ে বসে আছে’-এ জাতীয় কথাবার্তা প্রতিদিন আমাদের কোনো না কোনোভাবে শুনতে হয়।
a) আগে নিজের খবর নিন : মুফতি তকী উসমানী
198) চারটি জিনিস যা মানুষের রিজিক বৃদ্ধি করে-
199) যারা মনে করে "সহীহ হাদীস" -এর বিপরীত হল "ভেজাল হাদীস" তারা মক্তবের শিক্ষার্থী। ...
200) যে নির্দিষ্ট কোনো কাজ বেশি বেশি করে সে তার জন্যই পরিচিত হয়। ......
26/06/2018 up-down



No comments:

Post a Comment