Sunday, July 27, 2014

Daily Note 2014 07 L


1) ভারতীয় গবেষকের তথ্য : শেখ মুজিব ও আওয়ামী লীগ একাত্তরে স্বাধীনতা চাননি চেয়েছিলেন শিথিল কনফেডারেশন, স্বাধীনতা যুদ্ধে ইসরাইলও জড়িয়ে পড়েছিল 

C/O, http://www.amardeshonline.com/pages/details/2014/01/02/230790#.UsWUYtKTkSF
1a) " জয় বাংলা, এটা আবার কিসের স্লোগান? এটিতো তখনকার কটেক্সটের জন্য ছিল, এটি কিসের লক্ষণ, আমাদেরকে শিখাতে আসবেনা না। এখন আমরা স্বাধীন, তাই স্লোগান তো হবে 'জয় বাংলাদেশ', -- তিনি জয় বাংলাকে 'জয় হিন্দে'র সাথে তুলনা করেছেন। --------- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন
1b) মানবতাবিরোধী অপরাধের বিচার করা, হাসিনার একক ম্যান্ডেটের কোন বিষয় নয়- যে কেউ করতে পারে"- এটিকে পলিটিক্যাল টূল না করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ( তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন )

07 th January, 2014
2) Election - 2014

Different Interpretation ====>>
বাংলাদেশের "জঙ্গী" দমনে আমেরিকা হাসিনার উপর নির্ভরশীল হতে পারছে না । - - - - - -
আফগানিস্তান, ইরাক , লিবিয়ার মত করে তারা এদেশে জঙ্গি সরকার চায় আর নিজেদের দায়িত্বে সে-ই জংগিদের দমন করতে চায় । - - - - - এভাবে আল্লাহর অলী হজরত শাহজালাল রাহঃ -এর দেশ বাংলাদেশের মাটির নিচের বিরাট সম্পদে ভারতের দাদাগিরিকে হটিয়ে দিয়ে আমেরিকা ও ন্যাটো নিজেদের দখলে আনতে চায় । - - - - - অতএব, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না । LINK

3)  আমেরিকান সাম্রাজ্যবাদ - - - - 


প্রেসিডেন্ট রুজভেল্ট যেভাবে ব্যাংকারদের দালাল সেজে স্বর্ণ লুণ্ঠনে নেতৃত্ব দেয় (১৯৩৩) =======>>
- - - - Meanwhile, the Federal Reserve continued to take in gold. Guards, many of them former Marines armed with machine guns, oversaw the trucks bringing back the treasure, which would never again leave. “I am keeping my finger on gold,” Roosevelt said that Friday, and he did. ====>>
http://www.bloomberg.com/news/2013-03-21/how-franklin-roosevelt-secretly-ended-the-gold-standard.html   LINK


4) মুসলিম ব্রাদারহুড -এর থিঙ্ক ট্যাঙ্ক ইউসুফ কারজাভীর হটকারিতা ====>
On the 12/9/1999 while on Al Jazeera, Yusuf al-Qaradawi said that Prophet Muhammad makes mistakes in delivering the revelation of Allah onto him. ===>
১২/৯/১৯৯৯ তারিখে ইউসুফ কারজাভী আলজাজিরা টিভি চ্যানেলে বলেছিল, আল্লাহর রাসুল সাঃ আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে ভুল করেছেন । ( নাউজুবিল্লাহ ) - - - - -
LINK ====>> https://www.facebook.com/iGCSE.Senior.Teacher.Kabir.Sir/posts/10152202588377650

5) জেল হত্যাকাণ্ড ॥ আবদুস সামাদ আজাদের সাক্ষাতকার 
===>>
===>> http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-12-23&ni=158529
===>> http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-12-24&ni=158578
===>> http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-12-30&ni=159137
===>> http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-12-31&ni=159283

6)  Translation of  Urdu Poetry  ====>
There is sadly hardly any competent translation of Urdu poetry. Despite two legendary Urdu poets, Faiz and Iqbal, having equal command over Urdu, English, Persian and Arabic, they never attempted translating their own poetry.
LINK ===>> http://www.mainstreamweekly.net/article4666.html
6-a) "To India’s great good fortune, Nehru had 17 years to implement the secular spirit of the Indian constitution."
6-b) Urdu chauvinists
 
====>>
"Urdu chauvinists were marginalised with the formation of Pakistan, and Urdu, the ethos of which is secular, has suffered because of the propaganda that identified its script as the script of the Quran and the language as a language of only the Muslims."

6-c) Linguistic Chauvinism is counter-productive in the long run ===>>
In fact, the birth of Bangladesh was made possible after the sustained campaign of the Haroof ul Quran movement by Maulvi Abdul Haq and Maulana Syed Suleiman Nadwi, when the Bangla-speaking population of the then East Bengal refused to accept the proposition that Muslims of East and West Pakistan should unite simply because the national language of Pakistan, was written in the Quranic script. Urdu and Urdu alone would be the national language of Pakistan averred M. A. Jinnah immediately after partition and that too at a convocation at Dhaka University, paving the way for another partition of the subcontinent immediately after the first partition! All this goes to show that linguistic chauvinism is counter-productive in the long run but they do say human beings do not learn from their mistakes!

7) Hindi chauvinism ===>>
`Under the British, English had emerged as the language of higher education and administration. Would it remain in this position after the British left? The politicians of the North thought that it should be replaced by Hindi. The politicians and people of the South preferred that English continue as the vehicle of inter-provincial communication.'
 LINK ===>> http://www.hindu.com/mag/2004/01/18/stories/2004011800040300.htm
-------------------------------------------------------
27th July, 2014

8)    বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা চরমপন্থীদের কাজ : শেখ মুজিব ========>> 

“আমাকে গ্রেফতার করুন। অন্যথায় চরমপন্থীরা স্বাধীনতা ঘোষণা করতে পারে” - পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে এ অনুরোধ করেছিলেন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ট দলের নেতা শেখ মুজিবুর রহমান। ====>>
LINK

8-a) Mujib - - - rediscovered --------------------------------->>>



  
Mujib - Zia




১৯৭২ সালে পাকিস্তানী নাগরিক হয়েও মুজিব বাংলাদেশের প্রেসিডেন্ট । - - - - 
আটকের আগে যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েই থাকেন, তাহলে একটি স্বাধীন দেশের শীর্ষ নেতা হয়ে তিনি কি শত্রুরাষ্ট্রের পাসপোর্ট নিতে পারেন?

8-b) এ কে ব্রোহী - - - - যিনি ছিলেন ১৯৭১ সালে বিচারকালে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ মুজিবের আইনজীবি। - - - - 


ব্রোহী তার জীবন সায়াহ্নে ১৯৮৭ সালে চিকিৎসাধীন থাকাবস্থায় লন্ডনের ইমপ্যাক্ট ইন্টারন্যশনাল পত্রিকার সম্পাদক মি. ফারুককে প্রদত্ত সাক্ষাৎকারে দু’টি সত্য (facts) প্রকাশ করেছেন। তা হলো – যুদ্ধ চলাকালে ১. মুজিব অখন্ড পাকিস্তানে বিশ্বাস করতেন এবং কখনই পাকিস্তান ভাঙ্গার মত কোনো কাজ করেন নি, ২. পূর্ব পাকিস্তানে ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রেডিও টিভিতে নিন্দা জানিয়ে বক্তব্য দিতে ইয়াহিয়াকে প্রস্তাব দিয়েছিলেন মুজিব।
8-c) স্বাধীন বাংলাদেশে মুজিব ফিরেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী। যুদ্ধ চলাকালে তিনি বন্দী ছিলেন পাকিস্তানের ফ্রন্টইয়ার প্রদেশের মিয়াওয়ালি জেলে। একই কারাগারে বন্দী ছিলেন ডঃ কামাল হোসেন। কারাগারে প্রায়শই তাদের দেখা সাক্ষাৎ ঘটতো। ডঃ কামাল হোসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন,দেশে ফেরার জন্য মুজিব ও কামাল হেসেন পাকিস্তানী পাসপোর্ট তৈরী করিয়েছিলেন ১৯৭২ সালের জানুয়ারী মাসে (সূত্রঃ সাপ্তাহিক, ২৮ অক্টোবর ২০১০)। ওই পাসপোর্ট নিয়েই পাকিস্তানী নাগরিক হিসাবে শেখ মুজিব বাংলাদেশে আসেন ১০ জানুয়ারী ১৯৭২।  LINK
8-d) তাজউদ্দিনের কোনো বক্তব্যেই শেখ মুজিব কতৃক স্বাধীনতা ঘোষণার কেনো বর্ণনা নাই। কিন্তু চট্টগ্রাম থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং সেখান থেকে সরকার ও পুর্নাঙ্গ একটি অপারেশনাল বেস পরিচালিত হবার কথা দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন।
8-e) কেউ কেউ দাবী করে থাকেন, ৭ মার্চের ভাষণেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা ঠিক ৭ই মার্চ রেসকোর্স ময়দানের ভাষণে তিনি বলেছেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” কিন্তু দেশ স্বাধীন হবার পরে ডেভিড ফ্রষ্টকে দেয়া সাক্ষাৎকারে মুজিব এ দাবীকে নাকচ করে বলেছেন, ৭ মার্চ তিনি স্বাধীনতার ঘোষনা দেননি। ঐ ভাষণের শেষে তিনি বলেছিলেন, জয় বাংলা, জিয়ে পাকিস্তান। ”জয় পাকিস্তান” বলে তিনি আলোচনার পথ খোলা রেখেছিলেন।
8-f) প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদ ‘জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫’ পুস্তকে লিখেছেন, “যাহা হউক, শেষ পর্যন্ত বাংলা জাতীয় লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আনোয়ারের উদ্যোগে আগরতলা এসেম্বলি মেম্বার রেষ্ট হাউসে আমার ও আওয়ামী লীগ নেতা এবং জাতীয় পরিষদ সদস্য আবদুল মালেক উকিলের মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। আমার প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় জানাইয়া দেন যে,শেখ মুজিবর রহমান গ্রেফতারের পূর্বমুহূর্ত অবধি কোন নির্দেশ দান করেন নাই। এইদিকে মুজিব-ইয়াহিয়ার মার্চ আলোচনার সূত্র ধরিয়া কনফেডারেশন প্রস্তাবের ভিত্তিতে সমঝোতার আলোচনা চলিতেছে। জনাব মালেক উকিল আমাকে ইহাও জানান যে, তিনি এই আলোচনার ফলাফল সম্পর্কে আশাবাদী।
8-g) জবাবে মুজিব বলেছিলেন, ‌”খান সা’ব, আমি একজন মুসলিম লীগার” (মাহবুবুল আলম, বাঙালীর মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত, নয়ালোক প্রকাশনী, পৃষ্ঠা ১১৪-১১৫)। অর্থাৎ তিনি পাকিস্তানের অমঙ্গল কামনা করতে পারেন না। ওই বৈঠকে ওয়ালী খান শেখ মুজিবকে পাকিস্তানী সামরিক জান্তাদের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছিলেন, “তারা হয়ত আপনাকে গ্রেফতার করতে পারে।” শেখ মুজিব হেসে বলেছিলেন ”করতে চাইলে করুক, আমি তো স্যুটকেস রেডীই রেখেছি।”
8-h) 







No comments:

Post a Comment